বৃহস্পতিবার, ২৩ Mar ২০২৩, ০১:৫১|| ৮ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বীরগঞ্জে পল্লীগ্রামে তাঁরা বানু (৪২) নামের এক গৃহবধূ আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের শিব তুলশীপুর গ্রামে। মঙ্গলবার (১৭ জানুয়ারি -২০২৩) সকালে নিজ শয়ন কক্ষে সকলের অলক্ষে ঘরের সরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাঁরা বানু ওই গ্রামের সফিকুল ইসলাম ভ্যান চালকের স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন। মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূ দীর্ঘ দিন থেকে মানসিক রোগে আক্রান্ত ছিল বলে তার পরিবার -লোকজন জানিয়েছেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ওসি তদন্ত মঈনুল হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে মরদেহের সুরাতল এরির্পোট তৈরি করেন। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন সম্পন্ন করতে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার বিষয়ে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।