বৃহস্পতিবার, ২৩ Mar ২০২৩, ০১:৫২|| ৮ চৈত্র ১৪২৯বঙ্গাব্দ ☎ 01718157901 ✉ pattralap24@gmail.com
স্টাফ রিপোর্টার।। দিনাজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড এর উপশহরস্থ খোদমাধবপুর মিস্ত্রিপাড়ায় ফুটসাল ফুটবল টুনামেন্টের সেমিফাইনাল খেলাটি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপশহরস্থ খোদমাধবপুর মিস্ত্রিপাড়া জিয়াপুকুর সংলগ্ন জমিবাড়ী মাঠে ফুটসাল ফুটবল টুনামেন্টের সেমিফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, কালের কন্ঠ,ডেইলী অবজারভার পত্রিকা, জাগো নিউজ অনলাইন পোটাল এর দিনাজপুর প্রতিনিধি ও দৈনিক পত্রালাপ পত্রিকার বার্তা সম্পাদক এমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজকোটের জারিকারক মোঃ শাকিল ইসলাম। ঈদগাহ স্পোটিং ক্লাব বনাম নুরে জান্নাত ফুটবল একাডেমির সেমি ফাইলাল খেলায় নুরে জান্নাত ফুটবল একাডেমি জয় লাভ করে। অপর দিকে আরেক সেমিফাইনাল খেলায় শেখপুরা ফুটবল ক্লাবকে হারিয়ে বড়মাঠ ফুটবল একাডেমি জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামি শুক্রবার নুরে জান্নাত ফুটবল একাডেমি বনাম বড়মাঠ ফুটবল একাডেমি মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুনামেন্টের আহবায়ক দিনাজপুর জেলা দলের খেলোয়াড় মো: সফিকুল ইসলাম এর সভাপতিত্বে খেলায় সহযোগীতায় ছিলেন আপন ইসলাম রহমান,মনোয়ার ,অনিক ইসলাম হৃদয়,রমজান আলী,অফাত বাপ্পি, আল-আমিন ধারা বনর্নায় ছিলেন কুরবান আলী ।